
৪) ভবানী ভবনে বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সহ পুলিশের উচ্চ পর্যায়ের কর্তারা। সূত্রের খবর বিজেপি–র ডাকা নবান্ন অভিযানের যাবতীয় রিপোর্ট নিয়েছেন তিনি। সেই সঙ্গে সিসিটিভি ফুটেজও এদিন খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী । এদিন বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার সহ উচ্চ পর্যায়ের পুলিশ কর্তারা। বৃহস্পতিবার তিনদিনের মেদিনীপুর ঝাড়গ্রাম সফর শেষে কলকাতা ফেরেন মুখ্যমন্ত্রী। নবান্নে কিছু সময়ের জন্য যান তিনি। এরপরই ভবানীভবনে আসেন মমতা।
৫) ‘নিউ নর্ম্যাল’-এর ভারতবর্ষে ধুঁকছে থিয়েটার দলগুলি। দীর্ঘ লকডাউন শেষে থিয়েটার হলগুলি খোলার অনুমতি মিললেও ঘুরে দাঁড়াতে পারছেনা তারা। এই পরিস্থিতিতে দেশের থিয়েটার দলগুলির জন্যে ইন্দোনেশিয়ার প্রবাসী ভারতীয়রা এক মহান উদ্যোগ নিলেন। ভারতীয় দূতাবাস, ইন্ডিয়া ক্লাব জাকার্তা ও কিশোর কুমার ফ্যান ক্লাব জাকার্তার সার্বিক প্রয়াস ‘রঙ্গমঞ্চ’। শুক্রবার ৯ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত আয়োজন করা হয়েছে ‘রঙ্গমঞ্চ’ নামে তিনদিন ব্যাপী ওই অনুষ্ঠানের। তিন দিনের ওই থিয়েটার উৎসবের থেকে যে অর্থ উঠে আসবে, তা পুরোটাই তুলে দেওয়া হবে ভারতের বিভিন্ন নাট্য দলের হাতে। অনুষ্ঠানটি অনলাইনেই দেখা যাবে। যেহেতু ফেসবুক ক্লোসড গ্রুপ থেকে এই নাটকগুলি প্রচারিত হবে, তাই নাটকগুলি দেখতে হলেই নাট্যপ্রেমীদের সকলকেই একটি করে টিকিট কাটতে হবে।