
৪) আগামিকাল থেকে কলকাতা মেট্রোয় সিনিয়র সিটিজেনদের কোনও ই-পাস প্রয়োজন হবে না। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে সিনিয়র সিটিজেনদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হল। শুধুমাত্র বয়সের প্রমাণ পত্র দেখিয়েই যাতায়াত করা যাবে। সিনিয়র সিটিজেনদের জন্যে পুজোর আগেই এই উপহার কলকাতা মেট্রোর৷ এতদিন সকাল ১১ঃ৩০টা থেকে বিকেল ১৬ঃ৩০টা পর্যন্ত কোনও ই-পাস লাগত না সিনিয়র সিটিজেনদের। রবিবারও কোনও ই-পাস লাগছিল না। এবার থেকে আর কোনও দিন ই-পাস প্রয়োজন হবে না সিনিয়র সিটিজেনদের।
৫) ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে ৩৯২টি উত্সব স্পেশ্যাল ট্রেন চালানোর কথা মঙ্গলবার ঘোষণা করল ভারতীয় রেল কর্তৃপক্ষ। এর মধ্যে বাংলার জন্য রয়েছে ২৮ জোড়া ট্রেন। এই উৎসব স্পেশাল ট্রেনগুলি ঘণ্টায় ৫৫ কিমি গতিবেগে চলবে। বিশেষ ট্রেনগুলির হারেই এর ভাড়া প্রযোজ্য হবে। রেলমন্ত্রকের তরফে এক বিবৃতি এদিন জানানো হয়, সামনেই দুর্গাপুজো, দশেরা, দিওয়ালি ও ছটপুজো। এই উত্সবের মরশুমে যাত্রীদের ভিড় থাকবে। সেই রাশ সামাল দিতেই উত্সব স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত। তবে উত্সব স্পেশ্যাল এই ট্রেনগুলি ৩০ নভেম্বরের পর আর চলবে না।