
শীতকালে করোনা সংক্রমণ আরও বাড়বে বলে আগে থেকেই সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারই আগে রয়েছে উৎসবের মরসুম। মঙ্গলবার ফের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে হুঁশিয়ারি জারি করা হল এই প্রসঙ্গে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নীতি আয়োগের বিশেষজ্ঞ ডক্টর ভি কে পাল এদিন সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘ভাইরাস ভিড় পছন্দ করে। ও সঙ্গে সঙ্গে সেটাকে কাজে লাগাতে চায়।’ কেন্দ্রের বার্তা, শীতকালে ফের একবার করোনা ভয়াবহ রূপ নিতে পারে। শ্বাসনালীতে সংক্রমণ করা এই ভাইরাস শীতকালে আরও বেড়ে যেতে পারে। যদিও গত কয়েকদিন ধরেই কমছে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু আগামী ছুটি ও পুজোর মরসুমে সচেতনতা না থাকলে তা হিতে বিপরীত হবে বলে আশঙ্কা কেন্দ্রের। সেই কারণে বাইরে বেরোলে মাস্ক, বার বার সাবান দিয়ে হাত ধোওয়া এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার কথা বলা হয়েছে।