
রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এল ভেলোর সিএমসি। অর্থাৎ স্বাস্থ্যসাথীর আওতায় থাকা যে কেউ এই প্রকল্পের সুবিধে পাবেন। সূত্রের খবর গত ৬ অক্টোবর থেকে এই প্রকল্পে নাম নথিভুক্ত করার কাজ চলছে। বর্তমানে ট্রেন-যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় উপভোক্তারা যাবেন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই। তবে নাম নথিভুক্তকরণের কাজ চলবে এখন। শারীরিক অসুস্থতা নিয়ে ভোগান্তিতে বহু বাঙালিই কলকাতার থেকে বেশি ভরসা করেন ভেলোরকে। সেই দিক চিন্তা করেই এই সিদ্ধান্ত। সূত্রের খবর রাজ্য শুধু ভেলোর নয়, রাজ্য গাঁটছড়া বাঁধতে চাইছে দিল্লি এমসের সঙ্গেও। চেষ্টা করা হচ্ছে সেখানেও স্বাস্থ্যসাথী আওতাভুক্তরা যাতে নিখরচায় চিকিৎসা করাতে পারেন ভবিষ্য়তে।