
জম্মু-কাশ্মীর সমস্যার সমাধান খুঁজতে বৃহস্পতিবার গুপকর ডিক্লেরেশনে স্বাক্ষরকারী সব দলের বৈঠকে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ‘পিপলস অ্যালায়েন্স ফর গুপকর ডিক্লেরেশন’। এই লড়াই একত্রে লড়বেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা। এদিনের বৈঠকের পর ফারুক আবদুল্লা বলেন, ‘আমরা এই জোটের নাম দিয়েছি পিপলস অ্যালায়েন্স ফর গুপকর ডিক্লেরেশন। এটা আমাদের সাংবিধানিক লড়াই। ভারত সরকার আমাদের কাশ্মীরের মানুষদের সেই অধিকার ফিরিয়ে দিক, যা ২০১৯ সালের ৫ অগস্টের আগে পর্যন্ত ছিল।’ প্রায় একই কথা শোনা গেছে মুফতির গলাতেও। ২০১৯-এর ৫ অগস্ট, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের দিনটিকে ‘কালা দিবস’ বলে উল্লেখ করেছেন মেহবুবা মুফতি। তাঁর বক্তব্য, ‘ওই দিনের সেই অপমানের কথা আমরা কেউ ভুলিনি। ওই ডাকাতি, অপমান আমরা কেউ ভুলতে পারব না।’ এদিনের বৈঠকে জোটবদ্ধ হল কাশ্মীরের সমস্ত রাজনৈতিক দল। মেহবুবা, ফারুকদের সঙ্গেই হাত মেলালেন সাজ্জাদ লোন-সহ সমস্ত রাজনৈতিক সংগঠনগুলি। উল্লেখ্য, গত অগস্টের গোড়ায় জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সময় তাবড় প্রথম সারির নেতা-নেত্রীকে আটক করা হয়েছিল। প্রায় সকলের শেষে মুক্তি পেলেন মুফতি।