
নিউজ চ্যানেলের TRP স্থগিত রাখার সিদ্ধান্ত নিল BARC। দুই থেকে তিন মাস স্থগিত রাখা হতে পারে নিউজ চ্যানেলগুলির টিআরপি রেটিং। ফেক রেটিংয়ের হাত থেকে প্রকৃত পারফরম্যান্সকে আলাদা করার জন্য নিজেদের সিস্টেম আরও সুরক্ষিত করবে দেশের রেটিং এজেন্সি ‘ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল’ (BARC)। টেলিভিশন রেটিং পয়েন্ট (TRP)৷ এই টিআরপি নিয়েই চ্যানেলগুলির মধ্যে 24X7 প্রতিযোগিতা চলে। কিন্তু এই টিআরপিতেই যে বিশাল কারচুপি সকলের সামনে আসে গত ৮ অক্টোবর। মুম্বই পুলিশের তদন্তে উঠে আসে সাংঘাতিক সমস্ত তথ্য। ঘটনায় স্তম্ভিত হয়ে যায় তামাম দেশবাসী। টিআরপি কম আসায় বিভিন্ন টিভি চ্যানেল একাধিকবার BARC-এ চিঠি লেখে। কোনও সদুত্তর আসেনি কখনও। কিন্তু ভূত লুকিয়ে ছিল সর্ষের মধ্যেই। তদন্তে মুম্বই পুলিশ জানতে পারে, কারচুপিতে যুক্ত BARC-এর সহযোগী সংস্থার প্রাক্তন কর্মীরা৷ বিষয়টি নিয়ে পদক্ষেপ করতে পারে Telecom Regulatory Authority of India বা TRAIও। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকেরও নজরে এসেছে উক্ত বিষয়টি।