
৪) ফের ভারতীয় চলচ্চিত্র দুনিয়ায় ইন্দ্রপতন। প্রয়াত হলেন ভারতীয় সিনেমার জগতে সর্বপ্রথম অস্কার বিজেতা কস্টিউম ডিজাইনার ভানু আথাইয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। গত ৩ বছর ধরে তিনি শয্যাশায়ী ছিলেন। ১৯৮২ সালে ‘গান্ধী’ ছবির কস্টিউম ডিজাইনিংয়ের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছিলেন তিনি। আর সেই কাজের জন্যেই সেরা কস্টিউম ডিজাইন বিভাগে প্রথম ভারতীয় হিসেবে অস্কার পুরস্কার জেতেন তিনি। প্রয়াত শিল্পীর পরিবার সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ মুম্বইয়ের চন্দনওয়াড়ি শ্মশানে এদিনই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
৫) ‘বিশ্রাম বিশে, আড্ডা একুশে।’ এমন বার্তাই দিল ম্যাডক্স স্কোয়ার কর্তৃপক্ষ। ম্যাডক্স কর্তৃপক্ষ এবার বুঝিয়ে দিতে চাইছে, প্রতিবারের মতো এবারের পুজো নয়। এবারের পরিস্থিতি একেবারে আলাদা। সেই কারণেই এবারে আর মাঠে বসে আড্ডায় মত দিতে চাইছে না কর্তৃপক্ষ। পুজোর উদ্যোক্তাদের মধ্য অন্যতম অনিমেশ চট্টোপাধ্যায় জানান, এবারে সবসময় মাইকিং চলবে। যাতে সাধারণ মানু্ষ কোথাও বসে আড্ডা না মারেন। এছাড়া মূল মণ্ডপ ব্যারিকেড করা থাকছে। শুধু বাইরে থেকে ঠাকুর দেখে বেরিয়ে যেতে পারবেন সাধারণ মানুষ।