
বলিউড নিয়ে জল ঘোলা হয়েই চলেছে। তার নেপথ্যে যে চলছে রাজনৈতিক কলকাঠি, তা আন্দাজ করা খুব একটা কঠিন বিষয় নয়। উল্লেখ্য, গতমাসেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছিলেন, ভারতের সবথেকে বড় ফিল্ম সিটি তৈরি করা হবে তাঁর রাজ্যে৷ বৃহস্পতিবার এই বিতর্কে প্রথমবার মুখ খুলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। উদ্ধব ঠাকরে সরাসরি বিজেপি-র দিকে ইঙ্গিত করে রীতিমতো বিবৃতি প্রকাশ করেছেন৷ তিনি বলেন, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বদনাম করে তাকে মহারাষ্ট্র থেকে সরিয়ে নেওয়ার চক্রান্ত চলছে৷ যা কোনওভাবেই বরদাস্ত করা হবে না৷ এ দিন এনসিপি-র সিনিয়র নেতা এবং মহারাষ্ট্র সরকারের মন্ত্রী নবাব মালিকও বলেছেন, ‘বলিউডকে বদনাম করে তাকে মুম্বই থেকে সরিয়ে উত্তর প্রদেশে নিয়ে যাওয়ার জন্য অনেক ধরনের চক্রান্ত চলছে৷ আমরা তা সহ্য করব না৷’ এই প্রসঙ্গে সাধারণত শিবসেনার প্রবল বিরোধী এমএনএস বলিউড ইস্যুতে মহারাষ্ট্র সরকারের পাশেই দাঁড়িয়েছে৷ অন্যদিকে বিজেপি সরাসরি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে আক্রমণ করেছে৷ বিজেপি নেতা অমরজিৎ মিশ্রর বক্তব্য, এর আগের সরকার ৫২১ একরের ফিল্ম সিটিকে আরও উন্নত করতে ২০৫০ কোটি টাকা খরচ করার সিদ্ধান্ত নিয়েছিল৷ কিন্তু বর্তমান সরকারের আমলে সেই কাজ একেবারেই এগোয়নি৷ এমন হলে বলিউড অন্যত্র চলে যেতেই পারে।