
এক সূত্রে গাঁথা হল জীবন। জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী এবং সুরকার নীলাঞ্জন ঘোষ শুরু করতে চলেছেন নতুন জীবন। সোমবার আংটি বদল হল দুজনের। বেশ কিছুদিন ধরেই ইমনের বিয়ের খবর ভাসছিল। অনেকের মুখেই ইমনের পাত্র নিয়ে নানা জল্পনা শোনা গিয়েছিল। ইমনের বিয়ের খবরে দারুণ খুশি তাঁর ফ্যানেরা। খুব শীঘ্রই তাঁরা বিয়েও করে নিতে চান। তবে করোনার আবহের কথা মাথায় রেখেছেন তাঁরা। জানা গিয়েছে, আগামী বছর শুরুর দিকেই চার হাত এক হবে তাঁদের। বর্তমানে জি বাংলা সারেগামাপা-অনুষ্ঠানে সংগীতগুরুর আসনে দেখা যাচ্ছে ইমনকে। এছাড়া ইমনের ইউটিউব চ্যানেলে ২১ অক্টোবর পণ্ডিত অজয় চক্রবর্তীর ছেলে অনঞ্জনের সঙ্গে একটি নতুন গান মুক্তির অপেক্ষায় রয়েছে।