
১) করোনার জেরে মণ্ডপগুলিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল হাই কোর্ট। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ছোট মণ্ডপগুলির প্রবেশপথে ৫ মিটার ও বড় মণ্ডপগুলির সামনে ১০ মিটার করে ব্যারিকেড দিতে হবে। যাঁরা মণ্ডপের মধ্যে থাকবেন তাঁদের সংখ্যাও সীমাবদ্ধ করে দিতে হবে। আর সেই নিয়ম প্রতিদিন সেগুলো বদল করলেও হবে না। বড় মণ্ডপে ২৫ ও ছোট মণ্ডপে ১৫জনের বেশি তালিকাভুক্ত হবে না। মণ্ডপের বাইরে ঝোলাতে হবে নো এন্ট্রি বোর্ড ৷ প্যান্ডেল থাকবে দর্শকশূন্য ৷ সমস্ত মণ্ডপে থাকবে বাফার জোন ৷
২) খুব শীঘ্রই করোনার ‘নেজাল’ ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করবে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং ভারত বায়োটেক। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডা. হর্ষবর্ধন জানান, সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ভারত বায়োটেক আগামীদিনে শেষ পর্যায়ে ক্লিনিকাল ট্রায়াল করবে ইনট্রানেসাল কোভিড-১৯ ভ্যাকসিনের। একদিকে যখন বিভিন্ন পর্যায়ে চলছে ভ্যাকসিন ট্রায়াল, তখনই এদেশে শুরু হয়ে গিয়েছে প্রথম দফার ৩০ কোটি প্রায়োরিটি বেনিফিশিয়ারি চিহ্নিত করার কাজ। এই তালিকায় থাকছেন চিকিত্সক ও স্বাস্থ্য কর্মী এবং পুলিশ, সাফাই কর্মী, বয়স্ক মানুষ এবং যাঁদের রয়েছে কো-মর্বিডিটি। এঁরা পাবেন প্রথম দফার ৬০ কোটি ভ্যাকসিন ডোজ।
৩) অসম এবং মিজোরামের সীমান্তে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। রবিবার এই সমস্যার সুরাহা খুঁজতে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করল দুই রাজ্যের প্রশাসন। অসম সরকার এক বিবৃতি জারি করে বলেছে, কীভাবে দুই রাজ্যের মধ্যে সম্পর্কে ভালো রাখা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সর্বানন্দ সোনোওয়াল এবং জোরামথাংগার মধ্যে। জোরামথাংগাও অসমের মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করে বলেছেন দুই রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলে যাতে শান্তি বজায় থাকে সে বিষয়ে মিজোরামও যথেষ্ট গুরুত্ব দিয়ে নজরে রাখবে।