
দেশের বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই নভেম্বর মাসে নতুন করে আর কোনও শিথিলতার পথে হাঁটছে না কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল, আনলক ৫-এর নির্দেশিকায় আর কোনও বদল আনা হচ্ছে না এখন। আনলক ৫-এ কেন্দ্রের তরফে জারি করা নির্দেশিকাই বলবৎ থাকবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর আনলক ৫ গাইডলাইন প্রকাশ করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অক্টোবরের শেষেই নভেম্বর মাস ও আগামী দিনের জন্যে আনলক ৬ গাইডলাইন্স প্রকাশের কথা ছিল কেন্দ্রীয় সরকারের তরফে। সেই মতোই এদিন জানিয়ে দেওয়া হল পরবর্তী সিদ্ধান্ত। কেন্দ্রের এই নির্দেশিকার পর ফের প্রশ্ন উঠে গেল, তবে কি লোকাল ট্রেন চালু হবে না নভেম্বর মাসেও? যদিও যে সব রাজ্য অনুরোধ করছে, সেখানে ইতিমধ্যেই ট্রেন চালানো হচ্ছে। সেইসঙ্গেই কোনও অনুষ্ঠানে ২০০ লোকের ওপর জমায়েতের ওপর নিষেধাজ্ঞাও বহাল থাকল। সবাইকে করোনা বিধি মেনে চলতে হবে। কনটেইনমেন্ট জোনে বজায় থাকবে লকডাউন এমনটাই জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।