
১) আরও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা। গতকাল, সোমবার রাতেই ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল সৌমিত্রবাবুকে। মঙ্গলবার সকালে জানা গেল, তাঁর কিডনিও এখন আর সঠিকভাবে কাজ করছে না। হাসপাতালের বিছানায় তাঁর শরীর ক্রমেই কাজ করা বন্ধ করে দিচ্ছে। বেলভিউ হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, গত ২৪ অক্টোবর থেকে সৌমিত্রবাবুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। করোনা এনসেফ্যালোপ্যাথির সংক্রমণ বেড়েছে সৌমিত্রের শরীরে। দেশ ও বিদেশের স্নায়ুরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। উল্লেখ্য, করোনা সংক্রমণ নিয়ে গত ৬ অক্টোবর থেকে হাসপাতালে ভরতি আছেন ৮৫ বছরের অভিনেতা। করোনা রিপোর্ট নেগেটিভ এলেও করোনা এনসেফ্যালোপ্যাথির সংক্রমণ বেড়েছে তাঁর।
২) ব্রিটেনের একাধিক সংবাদমাধ্যমের তরফ থেকে জানা যাচ্ছে, অক্সফোর্ডের তরফে লন্ডনের এক প্রথম সারির হাসপাতালকে তৈরি থাকতে বলা হয়েছে ৷ আগামী এক সপ্তাহেই ব্রিটেনে শুরু হতে পারে সাধারণ মানুষের উপর কোভিড ভ্যাকসিনের প্রয়োগ। সংবাদ সংস্থা রয়টার্স এবং ব্রিটেনের প্রথম সারির ট্যাবলয়েড সান পত্রিকার খবর, আগামী ২ নভেম্বর, সোমবার থেকেই টিকা দেওয়া শুরু হতে পারে। ওই হাসপাতাল ট্রাস্টের এক আধিকারিককে উদ্ধৃত করে বলা হয়েছে প্রতিবেদনে। ভ্যাকসিন তৈরির কাজে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ওষুধপ্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা যৌথভাবে কাজ করছে ৷
৩) ভয়াবহ বিস্ফোরণ পাকিস্তানে। মঙ্গলবার পেশোয়ারের দীর কলোনিতে একটি মাদ্রাসায় জোরালো বিস্ফোরণে মৃত্যু হল ৭ জনের। জখম হয়েছেন অন্তত ১০৯ জন। এদিন সকাল ৮.৩০ টায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে পুলিশ সূত্রে। পেশোয়ারের পুলিশ প্রধান মহম্মদ আলী খান জানান, বিস্ফোরণের সময় উপস্থিত ছাত্ররা কোরান পাঠ করছিল। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের অধিকর্তা তারিক বুরকি জানিয়েছেন, মৃত ৭ জনের মধ্যে চারজন শিশু। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।