
দিল্লি সফরে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বুধবার সন্ধ্যা নাগাদ দিল্লি পৌঁছে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে শুক্রবার সকালে আবার কলকাতা ফিরবেন রাজ্যপাল। সেখান থেকে ফিরেই রাজ্যপালের দার্জিলিং সফরে যাওয়ার কথা রয়েছে বলে খবর। গোটা নভেম্বর মাসই রাজ্যপালের উত্তরবঙ্গে কাটানোর কথা রয়েছে। বৈঠকের আলোচ্য সূচি বিষয়ে কিছু না জানানো হলেও জরুরি তলবেই যে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড় সেই বিষয়ে নিজেই জানিয়েছেন ট্যুইট করে। দার্জিলিঙে যাওয়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জরুরি তলবে বৈঠক নিয়ে স্বাভাবিকভাবেই নানান রকম জল্পনা শুরু হয়েছে। ওই বৈঠকের পরই রাজ্যপাল কী অবস্থান নেন, সেটাই এখন দেখার। ১ নভেম্বর শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকও করার কথা রয়েছে তাঁর। এরপর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দার্জিলিং রাজভবনে থাকবেন তিনি। দীর্ঘ একমাস তিনি পাহাড়ে কী করবেন, কাদের সঙ্গে বৈঠক করেন, সেদিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল। তবে বেশ কিছু প্রশাসনিক বৈঠক দার্জিলিং রাজভবনে করতে পারেন রাজ্যপাল এমন সম্ভাবনা রয়েছে বলেই রাজভবন সূত্রে খবর।