
১) বিহারে ২৪৩টি বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রথম দফায় বুধবার ৭১টি আসনের ভোটগ্রহণ চলছে। কোভিড নিয়ম মেনে বিহারবাসীকে ভোটদানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭১টি আসনের মধ্যে ৩৫টি আসনে লড়ছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেড। তাদের শরিক বিজেপি লড়ছে ২৯টি আসনে। ৬ মন্ত্রী ও একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ বহু হাইপ্রোফাইল প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে বুধবার। প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্র কড়াভাবে কোভিড নিয়ম পালনের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।
২) সকাল ৬টা ২০ মিনিট নাগাদ সল্ট লেকের এফডি ব্লক পুজো মণ্ডপে আচমকাই আগুন লাগে। সেই সময়ে ভিতরেই ছিল প্রতিমা। প্রতিমা সহ গোটা মন্ডপ পুড়ে ছাই হয়ে গিয়েছে। পুজো শেষ হয়ে যাওয়ার পর আগুন লাগায় মৃত্যুর সম্ভাবনা হয়ত তেমন থাকছে না, কিন্তু বেশ কিছু টাকার ক্ষয় ক্ষতি হয়ে যেতে পারে বলে মনে করছে মণ্ডপ কর্তৃপক্ষ। এদিন সকালে আগুন লাগার পরে ঘটনাস্থলে পৌঁছে যান দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি নিজে এসে ঘটনাস্থলে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন। পুজো উদ্যোক্তরা জানিয়েছেন, আজই প্রতিমা বিসর্জনের কথা ছিল।
৩) গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড ১৯-এ সংক্রমিত হয়েছেন ৪৩,৮৯৩ জন। মৃত্যু হয়েছে আরও ৫০৮ জনের। পরপর বেশ কয়েকদিন ধরে স্বস্তিতে রাখছে দেশের দৈনিক সংক্রমণ ও মৃত্যুর গ্রাফ। এদিকে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত রাজ্যে অ্যাক্টিভ বা বর্তমান আক্রান্তের সংখ্যা মাত্র ৩৭ হাজার ১৭২ জন। এখনও পর্যন্ত গোটা রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ১৪ হাজার ০০৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ৯১৭ জন। সুস্থতার হার বর্তমানে ৮৭.৭৬ শতাংশ। রাজ্যে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ হাজার ৬০৪ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৫৮ জন।