
৪) সংরক্ষিত করে রাখা হবে বড়িশা ক্লাবের ‘পরিযায়ী’ দুর্গা মা। আপাতত রবীন্দ্র সরোবর সংগ্রহশালার ‘মা ফিরে এল’ কক্ষে মূর্তিটি রাখা হলেও, আগামীতে সম্ভবত তা শহরের কোনও আইল্যান্ডে স্থান পাবে এমনটাই জানা গেছে। পরিযায়ী শ্রমিকদের দুর্দশার করুন কাহিনীকে ফুটিয়ে তুলতে ক্লাবের মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা গড়েছিলেন কৃষ্ণনগরের বাসিন্দা শিল্পী পল্লব ভৌমিক। উদ্বোধনের পরে সেই প্রতিমার রূপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ক্লাবের প্রেসিডেন্ট সুদীপ পোল্লে জানান, এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। কথাবার্তা চলছে।
৫) এ বছর দশমীতে বেলডাঙার হাজরাবাড়ির দুর্গা প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে মৃত্যু হয়েছে পাঁচ জনের। এই ঘটনাতে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করল রাজ্য সরকার। ওই ঘাটে ঠাকুর বিসর্জন হলেও পুলিশ, প্রশাসন বা পুরসভার তরফে আলো বা ডুবুরির কোনও ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। বুধবার রাজ্য স্বরাষ্ট্র দফতরের তরফে ট্যুইট করে লেখা হয়, ‘মুর্শিদাবাদের বেলডাঙ্গা ১ ব্লকে দুর্গাপুজোর বিসর্জনে নৌকাডুবির ফলে যে পাঁচ জনের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবার পিছু ২ লক্ষ টাকা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এক লপ্তেই সেই টাকা দিয়ে দেওয়া হচ্ছে।’