
করোনার দ্বিতীয় মারণ থাবায় ফের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্সের সরকার। তারই মধ্যে নিসের ঐতিহাসিক নতর দাম গির্জার কাছে ছুরি হাতে হামলা চালাল এক হামলাকারী। নিহত ১ মহিলা-সহ ৩। ছুরির কোপে এক মহিলার মুণ্ডচ্ছেদ করেছে ওই হামলাকারী। ছুরির এলোপাথারি হামলায় বেশ কয়েকজন সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে বলে খবর। সন্দেহভাজন হামলাকারীও আহত হয়েছে। তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নির্মম ঘটনায় শোকস্তব্ধ দেশবাসী। ন্যাশনাল অ্যাসেম্বলিতে মৃতের স্মৃতির উদ্দেশে ১ মিনিট নীরবতা পালন করা হয়। হামলাকারীকে আটক করেছে ফ্রান্সের পুলিশ। এই ঘটনার পরই গোটা শহরে সন্ত্রাসবাদী হামলার সতর্কতা জারি করা হয়েছে। গোটা এলাকা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। মেয়র জানিয়েছেন, নতরদামে সন্ত্রাসবাদী হামলা ঘটেছে। যার জেরে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। ফ্রেঞ্চ অ্য়ান্টি-টেরোরিস্ট প্রসিকিউটর্স ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, এদিনের ভয়ংকর হামলার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। হামলাকারী কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। চার্চের ভিতরে দুজনের মৃত্যু হয়েছে। বিবিসিকে দেওয়া সাক্ষাত্কারে ইন্টিরিওর মিনিস্টার গার্লড ডারম্যানিন শহরবাসীর কাছে আর্জি জানিয়েছেন, ফ্রান্সের রিভিরিয়া সিটির মধ্যমণি ওই শহরের ওই এলাকা এড়িয়ে চলাই ভালো।
প্যারিসের কাছে কনফ্লান্স-সেন্ট-অনরিন এলাকায় শিক্ষককে গলা কেটে খুনের ভয়াবহ স্মৃতি এখন দগদগে। ফরাসি শিক্ষকের প্রকাশ্যে মুণ্ডচ্ছেদের ঘটনার পরই মৌলবাদীদের কটাক্ষ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তারপরেই মৌলবাদীরা ফ্রান্সের প্রেসিডেন্টের ভূমিকায় সরব হয়েছে।