
৪) পাকিস্তানের ইমরান খানের মন্ত্রিসভার মন্ত্রী ফওয়াদ চৌধুরী বৃহস্পতিবার সংসদে সদর্পে ঘোষণা করলেন, পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের হত্যার পিছনে তাদেরই হাত রয়েছে। তিনি বলেন, ‘পুলওয়ামার সাফল্য একটা বড় কাজ। আমরা ভারতের ভিতরে ঢুকে মেরেছি। এটা ইমরান খান সরকারের কৃতিত্ব।’ উল্লেখ্য, পাকিস্তানের এক সাংসদ বুধবার (২৮ অক্টোবর) সে দেশের পার্লামেন্টে দাবি করেন, ভারতের হামলার ভয়েই ইমরান খান সরকার হঠাত্ মুক্তি দিয়ে দেয় ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানকে। ভারত একাধিক প্রমাণ দিয়ে পাকিস্তান যোগের অভিযোগ এনেছিল পুলওয়ামা আত্মঘাতী হামলার৷ কিন্তু যথারীতি সেই সমস্ত অভিযোগ এতদিন অস্বীকার করে আসছিল পাকিস্তান৷
৫) জেলবন্দি হিরে ব্যবসায়ী নীরব মোদির জামিনের আবেদন খারিজ হয়ে গেল। এই নিয়ে সপ্তম বার ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট-এর কোর্ট নীরব মোদির জামিনের আবেদন খারিজ করে৷ নীরব মোদিকে সিবিআই এবং ইডি-র জোড়া আবেদনের ভিত্তিতে ভারতে ফেরানোর অনুমতি দেওয়া হবে কি না, তা এখনও লন্ডনের আদালতে বিচারাধীন রয়েছে৷ জামিন পাওয়ার জন্য আরও বেশি পরিমাণ অর্থ জমা রাখতে এবং কঠিন শর্ত মানতে রাজি ছিলেন নীরব মোদি৷ কিন্তু জামিন দিলে তিনি পালাতে পারেন, এই আশঙ্কায় সেই শর্তে রাজি হয়নি আদালত৷