
বৃহস্পতিবার হঠাৎই সমাজবাদী পার্টি-সহ বিরোধীদের সঙ্গ ত্যাগ করলেন মায়াবতী। শুধু তাই নয়, প্রকাশ্যেই জানিয়ে দিলেন প্রয়োজনে বিজেপিকে সমর্থন করবেন, ভোট দেবেন। উল্লেখ্য, রাজ্যসভার ভোটে একজন প্রার্থী দিয়েছে সমাজবাদী পার্টি। কিন্তু প্রয়োজনীয় বিধায়ক সংখ্যা না থাকলেও সোমবার মায়াবতী একটি আসনে প্রার্থী ঘোষণা করেন। অন্যদিকে, ৮ আসনে জেতা নিশ্চিত করে বিজেপির আরও বিধায়ক সংখ্যা বাকি থাকলেও নবম আসনে প্রার্থী দেয়নি বিজেপি। এ হেন পরিস্থিতিতে এসপি এবং কংগ্রেস একযোগে অভিযোগ করেছে, বিএসপি প্রার্থীর জয় সুনিশ্চিত করতেই ৮টি আসনে লড়ছে বিজেপি। মায়াবতী এদিন জানান, ১৯৯৫ সালের জুন মাসে দায়ের করা মুলায়ম সিং যাদবের বিরুদ্ধে লখনউ গেস্টহাউস-কাণ্ড মামলাটি তুলে নিয়ে বড় ভুল করেছি এবং সমাজবাদী পার্টির সঙ্গে আমাদের জোট করা একেবারেই ভুল হয়েছে। উত্তরপ্রদেশে রাজ্যসভার ১০টি আসনে নির্বাচনের আগে মায়াবতীর ঘোষণায় স্বাভাবিকভাবেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।