
১) এবারে মহিলাদের একা ট্রেন সফর সুরক্ষিত করতে সঙ্গে থাকবে ‘মেরি সহেলি’। ‘মেরি সহেলি’ ভারতীয় রেলের একটি উদ্যোগ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ‘মেরি সহেলি’র আনুষ্ঠানিক সূচনা হল। ট্রেনে মহিলা যাত্রীদের সুরক্ষার কথা ভেবেই বিশেষ এই উদ্যোগে শামিল হয়েছে ভারতীয় রেল। অল্পবয়সি মহিলা আরপিএফ কর্মীদের নিয়ে তৈরি একটি টিমই হল ‘মেরি সহেলি’। কোনও মহিলা যাত্রী একা সফর করলে, জার্নির শুরুতেই আরপিএফের মহিলা টিম যোগাযোগ করবে। আরপিএফের তরফে সুরক্ষামূলক কী কী পদক্ষেপ করা হয়েছে, তার বিশদ জানিয়ে দেওয়া হবে। সেইসঙ্গে এ-ও বলে দেওয়া হবে, কোচে কোনওরকম সমস্যা হলে, ১৮২ নম্বরে ডায়াল করতে। রেল সূত্রে খবর, আরপিএফ টিম মহিলা যাত্রীদের সিট নম্বর কাছে রাখবে। সময়ে-সময়ে বিভিন্ন স্টপেজে আরপিএফের মহিলা অফিসার-কর্মীদের টিম নিজে থেকেই যোগাযোগ করে নেবে।মহিলা যাত্রী নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর পর সেখানকার আরপিএফ টিম তাঁর কাছ থেকে ফিডব্যাক নেবে। ফিডব্যাক বিশ্লেষণ করে, আরপিএফের তরফে কোনও ত্রুটি থাকলে, তা শুধরে নেওয়া হবে।
২) পাকিস্তান সন্ত্রাসে মদত দেয় না। তারা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায়-১৮০ ডিগ্রি ঘুরে এমনটাই জানাল পাকিস্তানের ইমরান খানের মন্ত্রিসভার মন্ত্রী ফওয়াদ চৌধুরী। তিনি বলেন,’ আমি অপারেশন স্যুইফ্ট রিসর্টের কথা বলেছি। ভারত পাকিস্তানের বালাকোটে ঢোকার সাহস দেখানোর পর আমরা এই অভিযান করেছিলাম।’ তাঁর কথায়, ‘আমরা সন্ত্রাসবাদকে নিন্দা করি। নিরপরাধ লোকেদের মেরে আমরা সাহসিকতা দেখাতে চাই না।’
৩) সোমবার, ২ নভেম্বর থেকে জেলার ফৌজদারি আদালতগুলি খুলছে, আর ১৭ তারিখ থেকে চালু হবে হাইকোর্ট এবং দেওয়ানি আদালতগুলি। সশরীরে হাজির হয়ে শুনানির সুযোগ থাকছে। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা-সংক্রমণের ঝুঁকি এড়াতে হাইকোর্ট ও নিম্ন আদালতগুলির এজলাসে প্লেক্সিগ্লাস বেরিয়ার দেওয়া হবে। প্রতিটি আদালতে কাজের গতি বাড়াতে হবে। রস্টার অনুযায়ী কোনও কর্মীর যে দিন আদালতে থাকার কথা, সে দিন উপস্থিত না-থাকলে তিনি ছুটি নিয়েছেন বলে গণ্য হবে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ-সহ চারটি ডিভিশন বেঞ্চ ও চারটি সিঙ্গল বেঞ্চ নিয়মিত বসবে। দু’দিন অতিরিক্ত আরও দু’টি সিঙ্গল বেঞ্চ বসবে। হাইকোর্টের কোভিড-কমিটির পরামর্শ মেনেই প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন।