
এক কোভিড পজিটিভ রোগীর সংস্পর্শে আসায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে কোয়ারানটিনে গেলেন হু প্রধান টেডরস আধানম। উল্লেখ্য, চিনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় থেকে এখনও পর্যন্ত অতিমারীর বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জের সংস্থার লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন টেডরস। রবিবার ট্যুইট করে নিজের কোয়ারিন্টিনে থাকার খবর দিয়েছেন টেডরস। তবে এখনও পর্যন্ত তাঁর মধ্যে কোভিডের কোনও উপসর্গ নেই বলে জানিয়েছেন হু-এর প্রধান। টেডরস ট্যুইটে আরও জানান, ‘স্বাস্থ্য সংক্রান্ত সব বিধি মেনে চলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ভাবেই আমরা কোভিড ১৯ ছড়ানোর চেনকে ভেঙে ফেলতে পারব।’ তিনি নিজে শুরু থেকে বলে এসেছেন ভাইরাসকে রুখতে হলে প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কাজেই নিজেও সেই দায়িত্ব পালন করে দৃষ্টান্ত স্থাপন করছেন।