
শুক্রবার বিকেলে পাওয়া খবর অনুসারে ট্রাম্পকে পিছনে ফেলে বাইডেন জর্জিয়া, পেনসিলভেনিয়াতেও এগিয়ে গেলেন ৯১৭ ভোটে। ১৯৯২ সালে বিল ক্লিন্টনের নির্বাচন জেতার পর ওই প্রদেশ আর কোনওদিনই রিপাবলিকানদের হাতছাড়া হয়নি। এবারে মার্কিন নির্বাচনের ফটো ফিনিশ বলা যেতে পারে। লিড সামান্য হলেও ভোট গণনা প্রায় শেষ হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার বাইডেনের ভোট বাড়বে, কমবে না। ফলে এই প্রদেশও হাতছাড়া হওয়া সময়ের অপেক্ষা। আর মাত্র ছ’টি ইলেক্টরাল ভোট পেলেই পরবর্তী প্রেসিডেন্ট হওয়া কার্যত নিশ্চিত করে ফেলবেন বাইডেন। সেখানে জর্জিয়ায় রয়েছে ১৬টি ইলেক্টরাল ভোট। জর্জিয়া জিতলে বাইডেনের সামগ্রিক জয় নিশ্চিত। বাইডেনের পরবর্তী প্রেসিডেন্ট হওয়া এখন সময়ের অপেক্ষা, এমনটাই মনে করছে সমস্ত অভিজ্ঞ রাজনীতিবিদরা।