
আগামিকাল সকাল ৮টা থেকে শুরু হবে বিহারে ভোট গণনা। বিহারের ৩৮ জেলায়, ৫৫টি গনণা কেন্দ্রে মোট ২৪৩ আসনের গণনা হবে। গণনা কেন্দ্রগুলিতে ব্যাপক কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। থাকছে রাজ্য পুলিশের বিশেষ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিহার জুড়ে মোট ৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করে রাখা আছে। সিসিটিভি ক্যামেরায় চলছে সারাক্ষণ নজরদারি। তিন দফা ভোটের পর সর্বভারতীয় প্রায় সবকটি এক্সিট পোলেই দেখা গিয়েছে, নীতীশের বিজয়ঘণ্টা বাজতে চলছে। আর এমনই এক প্রেক্ষাপটে মঙ্গলবার হতে চলেছে বিহার ভোটের ফল ঘোষণা। আজ সোমবার ছিল তেজস্বীর জন্মদিন। যদিও সংযত ভূমিকা পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে। আরজেডি শিবির ট্যুইট করে জানাচ্ছে, কোনও ভাবেই অসংযত আচরণ করা যাবে না। বাজি ফাটানো যাবে না রাস্তায়। শুন্যে গুলি ছোঁড়ার মতো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। জানা গিয়েছে, অন্যান্য বার ভোট গণনার জন্য যেখানে বিহারে ৩৮টি কেন্দ্র খোলা হয়, এবার করোনার কারণে তা বাড়িয়ে করা হয়েছে ৫৫। স্ট্রংরুম পাহারার দায়িত্বে রয়েছে ১৯ কোম্পানি আধাসেনা। গণনা কেন্দ্রে মাস্ক পড়ে ঢোকা বাধ্যতামূলক। গণনা কেন্দ্রের প্রায় ১০ মিটার এলাকার মধ্যে কোনও ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।