
৪) রাজ্য নির্বাচন কমিশন আসন্ন নির্বাচন উপলক্ষে ১৮ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের কাজ হবে বলে বিজ্ঞপ্তি জারি করল। ১৫ জানুয়ারি সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। ভোটাররা অনলাইনেও আবেদন করতে পারবেন। সব রাজনৈতিক দল যে যার মত করে কোমর বাঁধছে। তার মধ্যেই সোমবার রাজ্যের ভোটার তালিকা সংশোধন নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সর্বদল বৈঠক হয়। সেখানে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির দাবি জানায় সব রাজনৈতিক দল। বুধবার অর্থাৎ ১১ নভেম্বর ভোটার তালিকা সংশোধন নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে জেলাশাসকদের ভার্চুয়াল বৈঠক হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৭৮ হাজার ৯০৩ বুথে সংশোধনের কাজ চলবে৷ দুপুর ১২ টা থেকে ৩টে পর্যন্ত ভোটার তালিকা সংশোধন চলবে৷ কোনও সমস্যায় ১৯৫০ টোল ফ্রি নম্বরে ফোন করা যাবে৷
৫) মার্কিন ফার্মা সংস্থা Pfizer এবং জার্মান বায়োটেক সংস্থা BioNTech জানাল ৯০ শতাংশ কাজ করছে করোনার ভ্যাকসিন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন ৭৫ শতাংশ কার্যকর হলে ব্যবহারযোগ্য হবে ভ্যাকসিন৷ তবে হোয়াইট হাউজের অ্যাডভাইসর ডাঃ অ্যান্থনি ফাউকির মতে ৫০ থেকে ৬০ শতাংশ কার্যকর হলেই মানবদেহে ঠিক মতো কাজ করবে করোনার ভ্যাকসিন৷ Pfizer সংস্থা চেয়ারম্যান ও সিইও অ্যালবার্ট বাউরলা আশাবাদী তাঁদের ভ্যাকসিন তৈরির কাজ ফেজ থ্রি-তে পৌঁছেছে৷ ইতিমধ্যেই তার প্রথম ধাপ সাফল্যের সঙ্গে শেষও হয়েছে৷ ভ্যাকসিন তৈরি হলেই ৫ কোটি ডোজ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হবে সংস্থার পক্ষ থেকে৷ ২০২০ মধ্যেই তা সম্ভব বলে সংস্থার আশা৷ ২০২১এর মধ্যে ১৩০ কোটি ভ্যাকসিন ডোজ দেওয়া সম্ভব হবে, বলছেন সংস্থার সিইও৷