
সোমবার থেকে দিল্লিতে সমস্ত রকমের বাজি নিষিদ্ধ করল জাতীয় পরিবেশ আদালত। যাবতীয় বাজি বিক্রি ও পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। এই নির্দেশ বলবৎ থাকবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। উল্লেখ্য, পরিবেশ আদালতে মামলায় দিল্লি ছাড়াও হরিয়ানা, উত্তরপ্রদেশ ও রাজস্থানের মতো রাজ্যে ৭ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সব রকম বাজি নিষিদ্ধ করার আর্জি জানানো হয়েছিল। এর পাশাপাশি আজকের রায়ে যে সমস্ত শহরে দূষণ কম, সেখানে দীপাবলির সময় দু’ঘণ্টার জন্য পরিবেশবান্ধব বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে জাতীয় পরিবেশ আদালত। পরিবেশকর্মী সুভাষ দত্ত’ও ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে এই বছরের জন্যে সমস্ত রকম বাজির উৎপাদন, বিক্রি, ব্যবহার বন্ধ করার আবেদন করেছেন। এদিকে হরিয়ানা সরকারের তরফে জানানো হয়েছে, দীপাবলি ও গুরুপরবের সময় রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে। এমনকী বড়দিন ও নববর্ষের রাতেও ১১টা ৫৫ থেকে সাড়ে ১২টা পর্যন্ত বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে হরিয়ানা সরকার।