
লোকাল ট্রেন শুরুর আগেরদিনই জরুরি গাইডলাইন জারি করল নবান্ন। মঙ্গলবার সকালে একটি এসওপি জারি করে নবান্ন। অন্যান্য বিধিনিষেধের সঙ্গে জানানো হয় যে স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থার প্রয়োজন হলে তা করবে রেল। যদিও এর আগে রাজ্যকেই এই ব্যবস্থা তৈরি করতে বলেছিল রেল। স্টেশনে ঢোকা ও বেরনোর রাস্তা নির্দিষ্ট করতে হবে। স্টেশনের বাইরে থাকবে পুলিশ। স্টেশনে ঢোকার আগে থার্মাল চেকিং করা হবে। মাস্ক আছে কিনা তা দেখা হবে। স্টেশনের বাইরে বা রাস্তা সংলগ্ন রেললাইনে জটলা এড়াতে নজর রাখবে পুলিশ। ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল পরিষেবা চালু হচ্ছে। পরিষ্কার রাখতে হবে প্রতিটি প্ল্যাটফর্মের শৌচাগারগুলি, করোনা সচেতনতা বাড়াতে অডিয়ো-ভিসুয়াল মাধ্যমে প্রচার আরও বাড়াতে হবে। গাইড লাইন অনুযায়ী, যাত্রীদের জন্য মাস্ক বা ফেসকভার বাধ্যতামূলক, প্রত্যেকদিন স্যানিটাইজ করতেই হবে ট্রেনের প্রতিটি কামরা। প্রতিটি প্ল্যাটফর্মে রাখতে হবে আইসোলেশন রুম, যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণ করতে মোতায়েন করা হবে জিআরপি ও রাজ্যপুলিশ, ট্রেনের সময়সূচি প্রচার করতে হবে আরও বেশি করে, একইসঙ্গে জিআরপি ও রাজ্যপুলিশকে সাহায্য করার জন্যে সঙ্গে থাকবে আরপিএফের নিরাপত্তাকর্মীরাও। কোন গেট প্রবেশের এবং কোন গেট প্রস্থানের জন্য খোলা হবে তার চিহ্নিতকরণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। সেই অনুযায়ী বসে গিয়েছে গার্ডরেলও। তবে অগ্নিপরীক্ষা হবে কালই।