
মঙ্গলবার বিকেল চারটে নাগাদ তপসিয়ার দাতাবাবা এলাকার একটি রাসায়নিকের গুদামে বিধ্বংসী অগ্নিকান্ড। অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে শহরের এই ঘিঞ্জি এলাকায়। ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গিয়েছে ৫০ থেকে ৬০টি ঝুপড়ি। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু, এলাকার বিধায়ক জাভেদ খান। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঘিঞ্জি ওই এলাকায় প্রচুর মানুষের বাস। ইতিমধ্যেই বিস্তীর্ণ এলাকায় সেই আগুন ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা মানুষরাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। খাল থেকে জল তুলে আগুন নেভানোর কাজ করছেন স্থানীয়রা। এখনও পর্যন্ত কারও আহত বা মৃত্যুর খবর মেলেনি। একটি রঙের কারখানা থেকেই প্রথম আগুন লেগেছে বলে জানা গেছে। দমকলের ৭টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে। দমকল দফতরের তরফে জানা গিয়েছে, প্রয়োজনে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ান হতে পারে। স্থানীয়রা জানিয়েছেন, গুদামের ভেতরে বহু দাহ্য বস্তু রয়েছে। একে একে সেগুলি বিকট শব্দে বিস্ফোরণ হচ্ছে। ফলে আতঙ্ক গ্রাস করছে স্থানীয়দের।