
৪) বিহার বিধানসভা নির্বাচনের গণনা চলছে। এখনও অব্দি যা খবর, নীতীশ কুমারকে নিয়ে লড়াইয়ে এনডিএ সংখ্যাগরিষ্ঠের কাছাকাছি বলে মনে হচ্ছে। তবে ইতিমধ্যে নীতীশ সরকারের বিরুদ্ধে একটি বড় অভিযোগ করেছে আরজেডি। আরজেডি ট্যুইট করেছে, ‘নীতশ প্রশাসন প্রায় দশটি আসনে গণনা দেরি করছে। বিজয়ী প্রার্থীদের কথা ঘোষণা করা হচ্ছে না। মুখ্যমন্ত্রীর বাসভবনে বসে নীতীশ কুমার এবং সুশীল মোদী প্রধানসচিবকে দিয়ে বিভিন্ন এলাকার জেলাশাসক ও রির্টানিং অফিসারদের ডেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চাপ দিচ্ছেন। কীভাবে ১০৫-১১০ আসনে মহাজোটকে কীভাবে থামানো যায়, সেই নির্দেশই জারি করা হচ্ছে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে বসে৷ নির্দেশ দেওয়া হচ্ছে জেলাশাসকদের৷ যদিও হাওয়া বুঝেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারে সেই সমস্ত আসনে পুনর্গণনা করা হবে, যেখানে ভোটের ব্যবধান মোট বাতিল পোস্টাল ব্যালটের থেকে কম হবে।
৫) আজ দুবাইয়ে আইপিএল ফাইনালে মুম্বইয়ের সঙ্গে সমরে দিল্লি। লিগে এবং প্লে-অফে তিনবারই দিল্লি হেরেছে মুম্বইয়ের কাছে। ফাইনালে দিল্লি ক্যাপিটালস বাজিমাত করতে পারে কী না, সেটাই এখন দেখার। দিল্লি প্রথমবার ফাইনালে। শুরুতেই ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে থাকা দিল্লি শ্রেয়স-ঋষভের দাপুটে ব্যাটিং-এর ওপর ভর করে মুম্বইকে ১৫৭ রানের টার্গেট দিল। এদিন টসে জিতে মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রেয়স আইয়ার।