
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারই হচ্ছেন। বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদি জানিয়ে দিলেন,জয়ের কৃতিত্ব বিজেপি একা নিতে চায় না। ফলে প্রতিশ্রুতি মতো মুখ্যমন্ত্রীত্ব পেতে চলেছেন নীতীশই। এ দিকে, বিহারে NDA-র জয়কে উন্নয়নের জয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারে বিজেপির সংগ্রহ ৭৪ টি আসন। আরজেডি পেয়েছে ৭৫টি আসন। অৰ্থাৎ জেডিইউ তৃতীয় স্থানে রয়েছে ৪৩টি আসন পেয়ে। এলজিপির আসন সংখ্যা মাত্র ১টি। জাতীয় কংগ্রেস পেয়েছে ১৯টি আসন। সিপিআইএমএল পেয়েছে ১১ টি আসন। সিপিএম পেয়েছে ৩ টি আসন। আসন। পাঁচটি আসনে জিতেছে এআএমআইএম। একটি আসন পেয়েছে নির্দল প্রার্থী। ভিআইপি পেয়েছে চারটি আসন। হিন্দুস্থান আওয়াম মোর্চার সংগ্রহ চারটি আসন। এর আগে কখনও বিজেপির থেকে মুখ্যমন্ত্রী পায়নি বিহার। সুশীল কুমার মোদী বলেন, ‘কেউ বেশি আসন জেতে, কেউ কম। তবে আমরা তো সঙ্গী।’ প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘বিহারের প্রত্যেক নাগরিককে আবার আশ্বস্ত করে বলছি, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক ধর্মের ভারসাম্যমূলক উন্নয়নে আমরা পূর্ণ নিষ্ঠা নিয়ে কাজ করব।’