
৪) অসম্ভবকে সম্ভব করে ঐতিহাসিক ঘটনা ঘটাল নাসা। টেক বিলিয়নেয়ার এলন মাস্কের সংস্থা স্পেস এক্সের বাণিজ্যিক রকেটে তিন মার্কিন নভোচারী ও জাপানের এক নভোচারী আন্তর্জাতিক মহাকাশ সংস্থার দিকে রওনা দিল সোমবার। আমেরিকার মাইকেল হপকিন্স, ভিক্টর গ্লোভার ও শ্যানন ওয়াকার এবং জাপানি মহাকাশ সংস্থার বিজ্ঞানী সোইচি নোগুচি – এই মোট চারজন নভোশ্চর সুযোগ পেয়েছেন এই ক্যাপসুলে মহাকাশ ভ্রমণের জন্য। সাড়ে সাতাশ ঘন্টার সফরে পৃথিবীর কক্ষপথে ঘুরবে ক্যাপস্যুলটি। তারপর সেটি আন্তর্জাতিক স্পেস সেন্টারে পৌঁছাবে। সেখানে ৬ মাস কাটাতে পারবেন ওই চার মহাকাশচারী। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ওই পর্যটন মহাকাশ যানটি আইএশএশের দিকে রওনা দেয়।
৫) সোমবার সকাল থেকেই প্রচুর তুষারপাত শুরু হয়েছে হিমাচলের মানালি, সিমলা, কুফরি ও নারকান্দার মতো পর্যটক কেন্দ্রগুলিতে। রবিবার রাতভর তুষারবৃষ্টির জেরে সোমবার সকালেই বাড়ির বাইরে সব বরফের আস্তরণ দেখতে পান বাসিন্দারা। সন্ধে হতে না হতেই ঠান্ডা বাতাস ও নাগাড়ে বৃষ্টির জেরে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা নেমে যায়। আবহাওয়া দফতরের এক আধিকারিকের কথায়, লাহুল ও স্পিতি, ছাম্বা, মান্ডি, কুল্লু ও কিননৌওর জেলার উচ্চতম এলাকা রবিবার থেকেই তুষারপাত হচ্ছে। কুফরি, সিমলা, নারকান্দার মতো জায়গাগুলিতে তুষারপাত হওয়ায় যেখানে স্থানীয় ও ভিন রাজ্যের পর্যটকরা ভিড় করতে পারেন এই আশায় পর্যটন ব্যবসায়ীরা।