
ব্যাংকিং এবং অর্থনৈতিক পরিষেবা ক্ষেত্রে মঙ্গলবার উচ্চতার নয়া রেকর্ড গড়ল ভারতের ঘরোয়া শেয়ার সূচক। ইতিহাসে এই প্রথমবার ৪৪,০০০ পয়েন্টের লক্ষ্মণরেখা পার করে গিয়েছিল সেনসেক্স। সেই সঙ্গে নিফটি ৫০ সূচকও সর্বকালের সেরা ১২,৯৩৪.০৫ পয়েন্টের স্তরে পৌঁছে যায়। মূলত Pfizer-এর পরে Moderna ও কোভিডের ভ্যাকসিন আবিষ্কারের কথা ঘোষণা করেছে। তার জেরেই শেয়ার বাজারের সূচক ঊর্ধগামী হয়েছে এমনটাই মনে করা হচ্ছে। লগ্নিকারীরা নতুন ভ্যাকসিনের খবরে যথেষ্ট খুশি, তারই প্রতিফলন ঘটেছে শেয়ার বাজারে। এদিন নিফটি ব্যাংক, অটো, অর্থনৈতিক পরিষেবা, PSU ব্যাংক এবং বেসরকারি ব্যাংকের সূচক ১ থেকে ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, মিডিয়া, IT এবং FMC-র শেয়ার বিক্রির সামান্য চাপ লক্ষ্য করা গিয়েছে। নিফটিতে এদিন টাটা মোটর্সের শেয়ারের দাম সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে।