
জো বাইডেনের সঙ্গে কথা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি বাইডেনকে নির্বাচনে জেতার জন্য অভিনন্দন জানিয়েছেন। টেলিফোনে আলাপচারিতায় উঠে এসেছে কোভিড ১৯, পরিবেশ পরিবর্তন ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকার সমঝোতার বিষয়গুলি। বুধবার সকালে ট্যুইটে এ কথা জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর ওয়াশিংটনে শেষবার জো বাইডেনের সঙ্গে দেখা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তত্কালীন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ভাইস প্রেসিডেন্ট ছিলেন বাইডেন। দু দেশের নেতার মধ্যে কোভিড ১৯ অতিমারী, করোনা টিকা, পরিবেশ পরিবর্তন মোকাবিলা-সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে। এছাড়াও দুই নেতা ভারত-মার্কিন গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে আরও এগিয়ে নিয়ে যাওয়া ও দু দেশের স্বার্থ জড়িয়ে রয়েছে এমন বিষয়ে পারস্পরিক সমঝোতার বিষয়ে সম্মত হয়েছেন বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে।
এর পাশাপাশি বুধবার সকালে প্রধানমন্ত্রী ট্যুইট করে জানান, ভারতকে গ্লোবাল ইনভেস্টমেন্ট হাব হিসেবে তুলে ধরতে চাইছেন তিনি। বিনিয়োগকারীদের প্রতি তাঁর বার্তা, ভারত বিনিয়োগকারীদের ঠিক সেই পরিকাঠামোই দিচ্ছে যা তাঁদের পক্ষে অনুকূল। কাজেই ভারতে বিনিয়োগ করুন।
এদিন ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী কোভিড পরবর্তী দিনগুলির নাগরিক যাপনের একটি নকশা তুলে ধরার চেষ্টা করেন। তিনি সেখানে বলেছেন,”শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বিকিকিনির হরেক জিনিস এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে আমাদের তৈরি থাকতে হবে এমনই ব্যবস্থার জন্য যেখানে মিলেমিশেই থাকবে ফিজিক্যাল এবং ডিজিটাল কেনাবেচার পরিসর।” বিনিয়োগকারীদের উদ্দেশ্যে খোলা ডাক দিয়ে তিনি বলেন, – “কেউ যদি উন্নয়ন, উদ্ভাবন, পরিকাঠামোয় ইনভেস্ট করতে চান, তবে অনুকূল গণতান্ত্রিক পরিস্থিতি দিতে তৈরি ভারত। ভারত সরকার এই দেশকে গ্লোবাল ইনভেস্টমেন্ট ডেস্টিনেশান হিসেবে গড়ে তুলতে চেষ্টার কোনও কসুর করেনি। কাজেই আপনাকে স্বাগত জানাই।”