
৪) ই-রিকশা বা টোটো চালু করল উবের। Uber-এর তরফে জানানো হয়েছে যে কলকাতা এবং আশপাশের বেশ কিছু অঞ্চলে সবমিলিয়ে আপাতত ৫০০টি ই-রিকশার পরিষেবা চালু করছে সংস্থা৷ কোভিড পরিস্থিতিতে যেমন এখনও এই শহরের সব অঞ্চলে চাইলেই পাওয়া যাচ্ছে না অ্যাপ ক্যাব, তেমনই অন্য গাড়ির পরিষেবা নিয়েও সমস্যার মুখে অল্প বা বিস্তর পড়তে হচ্ছে যাত্রীদের। সংস্থা থেকে জানা গিয়েছে যে এই শহরের কথা ধরলে আপাতত বারাসত, মধ্যমগ্রাম, রাজারহাট, সল্টলেকে Uber-এর এই ইলেকট্রনিক রিকশার পরিষেবা পাওয়া যাবে। পাশাপাশি, হাওড়ার কিছু নির্দিষ্ট অংশেও তা সুলভ হবে, এ কথাও জানা গিয়েছে সংস্থা মারফত। শহরের যে কোনও অংশ থেকেই তা বুক করা যাবে Uber-এর অ্যাপ মারফত, ঠিক যে ভাবে গাড়ি বুক করা হয়ে থাকে, সেই পদ্ধতি অনুসরণ করেই এই ইলেকট্রনিক রিকশাগুলো বুক করতে হবে।
৫) ব্যস্ত সময়ে হাওড়া ব্রিজের ওপর যাত্রীবোঝাই চলন্ত বাসে আগুন। এক বাস যাত্রীর কথায়, হাওড়া স্টেশনের সামনে থেকে বাস চলার পর থেকেই বাসটির যান্ত্রিক সমস্যা হচ্ছিল, ব্রিজে ওঠার সময় হাওড়া স্টেশন থেকে হরিনাভি রুটের বাসের ইঞ্জিনের অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। সঙ্গে সঙ্গে চালক বাসটিকে হাওড়া ব্রিজের মাঝখানে এক ধারে দাঁড় করিয়ে দেন। যাত্রীদের দ্রুত নেমে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিকে রাস্তার মাঝখানে একটি বাসে ওই রকম আগুন লাগার দৃশ্য দেখে ব্রিজের যান চলাচল থমকে যায়। প্রচুর মানুষ ব্যস্ত হয়ে দৌড়োদৌড়ি শুরু করে দেন। পরে দমকল এসে পরিস্থিতি সামাল দেয়। চালক ও কন্ডাক্টরের তৎপরতায় অল্পের জন্য প্রাণে রক্ষা পায় প্রায় ৫০ জন যাত্রী, এরপর আগুন গ্রাসে চলে যেতে থাকে গোটা বাস।