
৪) পর্যটকদের জন্য জারি করা কোভিড সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ তুলে নিল সিকিম সরকার। কোভিড সংক্রমণের কারণে আনলক শুরু হওয়ার পর থেকেই পর্যটন গাড়ির ওপরে নানা বিধিনিষেধ জারি করেছিল সিকিম সরকার। স্বভাবতই কোভিড সংক্রমণের মাত্রা খানিকটা কমতেই ফের পর্যটন শিল্পকে আগের জায়গায় নিয়ে আসতে চাইছে সিকিম সরকার। সিকিমের এই নয়া নির্দেশিকায় শুধু সিকিম নয়, বাংলার পর্যটন শিল্পও লাভবান হবে বলে মনে করা হচ্ছে।
৫) শহরের বিভিন্ন এলাকায় কৃত্রিম ঘাট তৈরী করে ছট পুজোর আয়োজন করল প্রশাসন। জলের ট্যাংক থেকে জল সরবরাহ করে ঘাটের জলের চাহিদা পূরণ করা হয়েছে। বেশ কয়েকটি সুইমিং পুলেও ছট পুজোর আয়োজন করা হয়েছে। টালিগঞ্জের ৩৩ নং এলাকার রাসবাড়িতে ত্রিপল টাঙিয়ে সাজিয়ে কৃত্রিম ঘাট তৈরী করা হয়েছে। চেতলার এরকম একটি ঘাটে হুইল চেয়ারেও মানুষ চলে এসেছিলেন ছট পুজো দেখতে। এলাকার সকলেই যথেষ্ট খুশি। তাঁদের বক্তব্য, এরকম হলে সকলে দূরের ঘাটে না গিয়ে এইরকম কৃত্রিম ঘাটেই ছট পুজো করবেন। এরকম সমস্ত ঘাটেই কোভিড নিয়ম মেনেই পুজো সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, আদালতের নির্দেশমতো রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে ছট পুজো বন্ধ করা হয়েছে।