
১) মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেশের করোনা পরিস্থিতি তথা ভ্যাকসিন বণ্টনের কৌশল নিয়ে শুরু বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আগামী ২৪ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার হবে সেই বৈঠক। দেশে প্রতিষেধক তৈরি ও তা বিলি-বন্দোবস্তের প্রক্রিয়াটি দেখভাল করার জন্য এক বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার৷ উল্লেখ্য, করোনা-প্রতিষেধক তৈরি ও বণ্টন সংক্রান্ত পরিকল্পনার কোনও তথ্যই প্রকাশ করতে রাজি ছিল না কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এহেন মনোভাবে রীতিমতো অসন্তুষ্ট হয়েছিল বিরোধী শিবির। তার সূত্র ধরেই এই বৈঠক এমনটাই মনে করা হচ্ছে।
২) জেলা প্রশাসনিক বৈঠকের সফরসূচির খানিক পরিবর্তন করে রবিবার বিকেলেই বাঁকুড়ার মুকুটমণিপুরে চলে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এবং আগামিকাল মঙ্গলবার গোটা দিনই তাঁর কাটবে মুখ্যমন্ত্রী হিসেবে নানা প্রশাসনিক বৈঠকে। ফের বুধবার দলীয় জনসভায় ভাষণ দেওয়ার কথা তৃণমূল নেত্রীর। বাঁকুড়া দিয়েই শুরু হচ্ছে বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর প্রথম জনসভা। মুখ্যমন্ত্রীর এই সফরকে নিউ নর্মাল থেকে নর্মালে ফেরা বলা চলে। কারণ,লকডাউনের ঠিক আগে এ বছর মার্চে মুখ্যমন্ত্রী মালদায় প্রশাসনিক বৈঠক করেছিলেন। মালদার সেই সফরের পর দীর্ঘ লকডাউন পর্ব শেষ করে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে গেলেও আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমেই কথা বলেন। ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর সফরেও তিনি অনেকটাই প্রযুক্তির সাহায্য নিয়েছিলেন। কিন্তু বাঁকুড়া সফরে সরকারি আধিকারিকরা সশরীরে হাজির থাকবেন মুখ্যমন্ত্রীর সভায়। পরিষেবা প্রকল্পও দেবেন তিনি।
৩) শীত পড়ার আগেই ঘাটালের হরিসিংহপুর পার্ক লাগোয়া জলাশয়ে হাজির হল হাজার হাজার পরিযায়ী পাখি। গত কয়েক বছর ধরেই শীতের শুরুতেই এ ভাবে আসছে তারা। তবে অন্য বছরের তুলনায় এ বার পাখিদের আনাগোনা অনেক বেশি বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। করোনা পরিস্থিতিতে যানবাহন ও লোকের আনাগোনা কম হওয়ার কারণে পরিবেশ অনেকটা শান্ত। সেই কারণেই হয়তো পাখিদের আনাগোনা বেড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, হরিসিংহপুর জলাশয়ে প্রথম পরিযায়ীরা আসা শুরু করে বছর আটেক আগে।