
১) সোমবার সিংঘু সীমানায় কৃষকদের সঙ্গে দেখা করে কৃষক আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন দিল্লির মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ তারপর থেকেই কেজরিওয়ালকে গৃহবন্দি করে রেখেছে দিল্লি পুলিশ বলে ট্যুইট করে জানিয়েছে আপ ৷ মুখ্যমন্ত্রীর বাড়ির চারপাশে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে ৷ গৃহমন্ত্রকের নির্দেশে কেজরিওয়ালকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে অবশ্য মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করে রাখার বিষয়টি খারিজ করে দিয়েছে দিল্লি পুলিশ ৷
২) ২০২১ সালের দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়ার কোনও পরিকল্পনা CBSE-র নেই। অর্থাৎ অন্যান্য বছরের মতো এই বছরেও ফেব্রুয়ারি-মার্চ মাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক সাক্ষাৎকারে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-এর (CBSE) কনট্রোলার অফ এক্সামিনেশন সন্যম ভরদ্বাজ এমনটাই জানালেন। তবে কোভিড মহামারী এবং লকডাউনের ফলে ক্লাসে ক্ষতি হওয়ায় ছাত্রছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখে একাধিক পরিকল্পনা আছে কেন্দ্রীয় বোর্ডের। তবে ২০২১ সালে প্রস্তুতির জন্য দু’টো পরীক্ষার মাঝে আরও বেশি দিন সময় পাবে ছাত্রছাত্রীরা।
৩) কলকাতায় আজ সকালে কুয়াশা থাকায় দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। যদিও বেলা বাড়লে মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা গেছে। রাতের তাপমাত্রা বৃদ্ধি এবং বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আগামী কাল সকালেও কুয়াশার সম্ভাবনা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩° ওপরে ১৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে আগামীকাল থেকে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা নামবে। দক্ষিণবঙ্গে এখনই তাপমাত্রা খুব একটা নামার সম্ভাবনা নেই। ১৫ ডিসেম্বর এর পর তাপমাত্রা নামার সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ জম্মু কাশ্মীর লাদাখ উত্তরাখান্ড উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এর প্রভাবে শনিবারের তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর লাদাখ উত্তরাখন্ড হিমাচল প্রদেশ সহ সংলগ্ন এলাকায়।