
মেট্রোর তরফে জানানো হয়েছে, এবার থেকে সোমবার থেকে শনিবার সকাল সাড়ে আটটা থেকে ১১টা পর্যন্ত মেট্রোতে ই পাস লাগবে। তারপর থেকে ই পাস লাগবে না। আবার বিকেল ৫টা থেকে রাত আটটা পর্যন্ত আবার সাধারণ যাত্রীদের জন্য ই-পাস লাগবে। তারপর আর লাগবে না। রবিবার গোটা দিনেই প্রয়োজন পড়বে না ই পাসের। উল্লেখ্য, মহিলা, প্রবীণ ও ১৫ বছরের কম বয়সীদের আগেই ই পাসে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছিল। তবে, টোকেন টিকিট এখনই চালু করা হচ্ছে না। প্রথম দিকে অল্প সংখ্যায় শুরু হলেও ধীরে ধীরে মেট্রোর সংখ্যা বাড়ানো হয়েছে। গত ৭ ডিসেম্বর থেকে আরও বেড়েছিল মেট্রোর সংখ্যা। সময়সূচিতেও এসেছিল বদল। এবার ই পাসে আরও বদল আনা হল।