
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের করোনা নেগেটিভ হলেও তাঁর শারীরিক অবস্থা সংকটজনক। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে বাইপ্যাপ ভেন্টিলেশনে রয়েছেন তিনি। রক্তে অক্সিজেনের মাত্রা ৯৫% হয়েছে গত ২ ঘণ্টায়। চিকিত্সকদের মতে, তিনি সংকটজনক হলেও স্থিতিশীল। পালস রেট ও রক্তচাপ স্থিতিশীল। চিকিত্সাতেও সাড়া দিচ্ছেন। এ দিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর রাজনৈতিক সভা থেকে ফিরে উডল্যান্ডে যাচ্ছেন তিনি। জানা গিয়েছে, সেখানে গিয়ে বুদ্ধবাবুর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন তিনি।
বুদ্ধদেব ভট্টাচার্যের শ্বাসকষ্টের সমস্যা নতুন নয়। গত ১৫ বছর ধরে বর্ষীয়ান সিপিএম নেতার সিওপিডি-র সমস্যা রয়েছে। যে কারণে দীর্ঘ দিন ধরেই তাঁকে অক্সিজেনের সাপোর্ট নিয়ে থাকতে হয়। প্রসঙ্গত, শেষ কয়েক বছরে নিজেকে কিছুটা অন্তরালেই নিয়ে গিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত কয়েকদিন ধরেই তাঁর শারীরিক অবস্থা ভাল নেই। মঙ্গলবার থেকেই তাঁর শ্বাসকষ্ট ক্রমেই বাড়ছিল। শ্বাসকষ্ট বাড়ায় কোনও রকম ঝুঁকি না নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে তাঁকে বুধবার দুপুরে আলিপুরের উডল্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।