
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার পর সে বিষয়ে আলোচনার জন্য জরুরি তলব করেছিল রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপি’কে। কিন্তু দিল্লি না গিয়ে আপাতত স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি পাঠালেন মুখ্যসচিব।
বৃহস্পতিবারের হামলার ঘটনার তদন্তে নেমে স্বতঃপ্রণোদিত ভাবে তিনটি মামলা রুজু করে রাজ্য পুলিশ। তার মধ্যে দু’টি অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং তৃতীয়টি বিজেপি নেতা রাজেশ সিংয়ের বিরুদ্ধে। এছাড়াও ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে লেখা ওই চিঠিতে সেই কথাই উল্লেখ করেছেন মুখ্যসচিব। ডায়মন্ড হারবারের ঘটনায় তদন্ত করছে রাজ্য, তাই শারীরিক উপস্থিতি থেকে যাতে তাঁদের অব্যাহতি দেওয়া হয়, সেই আবেদন রাখা হয়েছে চিঠিতে।
এ দিকে, বৃহস্পতিবারের ঘটনা নিয়ে রাতেই ডায়মন্ডহারবারের পুলিশ সুপার ভোলানাথ পান্ডে, ডিজি-র কাছে একটি রিপোর্ট জমা দেন। শুক্রবার সেই রিপোর্ট জমা পড়েছে স্বরাষ্ট্রসচিবের কাছে। তা মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়া রিপোর্টে উল্লেখ রয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মী এবং আধিকারিকদের বিস্তারিত তথ্য।
তাছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে রাজ্যের মুখ্যসচিব যে চিঠি লিখেছেন, তাতেও উল্লেখ রয়েছে ‘জেপি নাড্ডার কনভয়ের জন্য জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল। দেওয়া হয়েছিল বুলেটপ্রুফ গাড়ি ও পাইলট কার। ছিল সিআরপিএফ-এর এসকর্ট কার। এছাড়াও পিএসও (সিআরপিএফ), চারজন অতিরিক্ত পুলিশ সুপার, ৮ জন ইস্পেক্টর, ৩০ জন অফিসার, ১৪৫ জন কনস্টেবল ও ৩৫০ জন সিভিক পুলিশ দেওয়া হয়েছিল।’