
৪) উচ্চ প্রাথমিকের রায় নিয়ে রাজ্যের পরবর্তী অবস্থান এবং পদক্ষেপ কী হবে তা নিয়েই সোমবার আলোচনায় বসেছিল রাজ্য-স্কুল সার্ভিস কমিশন৷ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আপাতত ডিভিশন বেঞ্চে যাচ্ছে না রাজ্য। সিঙ্গল বেঞ্চের রায়কে মান্যতা দিয়েই ৪ জানুয়ারি থেকেই ভেরিফিকেশন শুরু করতে চলেছে এসএসসি। এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সঙ্গে বৈঠকে বসেন এসএসসির আধিকারিকরা। উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার পক্ষপাতী রাজ্য ৷ ডিভিশন বেঞ্চে গেলে নিয়োগ প্রক্রিয়া আরো সময় লাগবে। তাই সিঙ্গল বেঞ্চের রায়কে মান্যতা দিচ্ছে সরকার।
৫) শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে সরগরম রাজ্য রাজনীতি ৷ এরই মধ্যে তাঁর জন্য বরাদ্দ হল বুলেটপ্রুফ গাড়িসহ কেন্দ্রীয় নিরাপত্তা। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে এই খবর জানা গিয়েছে। তবে, কবে থেকে তা দেওয়া হবে, সেটা অবশ্য এখনও ঠিক হয়নি। রাজ্যের নিরাপত্তা আনুষ্ঠানিক ভাবে ছাড়ার সঙ্গে সঙ্গেই শুভেন্দুকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে এমনটাই সূত্রের খবর। মাওবাদী হামলার আশঙ্কা থেকেই কেন্দ্রীয় নিরাপত্তার ভাবনা কেন্দ্রের।