
১) মঙ্গলবার সরকারি সূত্রে জানা গিয়েছে সংক্রমণের জেরে এ বার সংসদে শীতকালীন অধিবেশন হবে না। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি জানিয়েছেন, যাতে করোনা সংক্রমণ কোনওভাবে ছড়িয়ে পড়তে না পারে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সংসদ সরাসরি বাজেট অধিবেশন খুলবে। উল্লেখ্য, কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী একটি চিঠি লিখে নয়া কৃষি আইন নিয়ে বিস্তারিত আলোচনা চেয়ে সংসদের একটি জরুরি অধিবেশন আহ্বান করার আর্জি জানিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতেই প্রহ্লাদ যোশি এই কথা জানান। তিনি জানিয়েছেন, সব দলই এ বারের শীতকালীন অধিবেশন বাতিল করার বিষয়ে একমত হয়েছে।
২) কৃষি আইনের বিরোধিতায় এখনও দিল্লির সীমান্ত অগ্নিগর্ভ। এই পরিস্থিতিতে নিজের রাজ্য গুজরাতে মঙ্গলবার কৃষকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। আজ নরেন্দ্র মোদি কচ্ছ যাচ্ছেন। একাধিক প্রকল্পের উদ্বোধনে থাকবেন তিনি। সরকারি বিবৃতি অনুযায়ী, এসবের মধ্যেই কৃষকদের জন্য সময় বের করেছেন প্রধানমন্ত্রী। লাখপত তালুকা এলাকায়, ইন্দো পাক সীমান্তে বসবাসরত কিছু শিখ পরিবারের সঙ্গে দেখা করতে চলেছেন তিনি। কৃষকদের দাবি সরকারকে নতুন করে বিল তৈরি করতে হবে পুরনো আইন প্রত্যাহার করে, তবেই কথাবার্তা এগনো সম্ভব।
৩) একই মাসে দুবার দাম বাড়ল রান্নার গ্যাসের। এদিন ১৪.২ কেজি সিলিন্ডার এবং ১৯ কেজি সিলিন্ডার দুইয়েরই দাম বেড়েছে। ১৪ কেজি সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ৫০ টাকা আর ১৯ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৬টাকা। নভেম্বরের শেষে কেন্দ্র জানিয়েছিল গ্যাসের দাম বাড়বে না। কিন্তু বাস্তবে তার সঙ্গে মিল হল না। এদিকে বাড়েনি ভর্তুকির অঙ্ক। কলকাতার লোকে শেষ পর্যন্ত ভর্তুকি পাচ্ছেন ১৯ টাকার কিছু বেশি।