
৪) ফাইজারের তরফে একটি বিবৃতিতে জানানো হল, “আমরা ভ্যাকসিনের এমনই দাম রাখব, যাতে ভারত সরকার এই ভ্যাকসিন স্বল্প থেকে বিনা মূল্যে বন্টন করতে পারে দেশের মানুষকে।” ফাইজার সংস্থা তাদের এমআরএনএ ভ্যাকসিন এমনই মূল্যে ভারত সরকারকে দেবে, যাতে গণ টিকাকরণ শুরু হলেই দেশের মানুষ তা নিয়ে নিতে পারে। তবে ফাইজার সংস্থা থেকে ভারতের জন্য এখনও কোনও নির্দিষ্ট দাম ঘোষণা করা হয়নি। এদিকে ভারত সরকার গণ টিকাকরণের জন্য সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড, ভারত বায়োটেকের ভ্যাকসিন এবং রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিনের অপেক্ষায় রয়েছে।
৫) রাজ্যে আসন্ন বিধানসভা ভোটের প্রাথমিক রূপরেখা ঠিক করতে উপ মুখ্য নির্বাচন কমিশনার তথা কমিশনে পশ্চিমঙ্গের ভারপ্রাপ্ত সুদীপ জৈন-সহ দুই কর্তা আজ, বুধবার রাতে কলকাতায় পৌঁছচ্ছেন। কলকাতায় আগামিকাল, পুলিশ-প্রশাসনের কর্তাদের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। উত্তরবঙ্গে গিয়ে সেখানেও তিনি প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে কমিশন সূত্রে খবর। কমিশন সূত্রে খবর, রাজ্যকে তিনটি ভাগে ভাগ করে ভোট প্রস্তুতির কাজ দেখতে জেলা সফরে যেতে পারেন নির্বাচন কমিশনের কর্তারা।