
তৃণমূল থেকে চিরতরে বিদায় নিলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুপুরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দোপাধ্যায়কে চিঠি দিয়ে দল থেকে পদত্যাগের কথা জানিয়ে দেন শুভেন্দু। প্রথমে এইচআরবিসির চেয়ারম্যান পদ, তার পর সরকারি নিরাপত্তা, শেষে মন্ত্রিত্ব ছেড়ে এদিন তৃণমূলের সমস্ত পদ ছাড়লেন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী।
বিজেপির একটি সূত্র বলছে, আগামী শনিবার মেদিনীপুরে সভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সেই সভাতেই আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। আপাতত তিনি দল বিহীন রাজনীতিবিদ হিসাবেই রইলেন। বৃহস্পতিবার দিল্লি যেতে পারেন শুভেন্দু। দিল্লিতেই আনুষ্ঠানিক যোগদানের পর শাহের সঙ্গে মেদিনীপুরের সভায় হাজির থাকতে পারেন তিনি, এমনটাও শোনা যাচ্ছে। নন্দীগ্রামে শুভেন্দুর বিধায়ক কার্যালয়েও বিধায়ক হিসাবে বোর্ড খুলে ফেলা হয়।