
১) চলতি সপ্তাহেই বিশেষ পর্যালোচনা বৈঠকে বসতে পারেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলা জয়ের লক্ষ্যে আরও কী কী রণকৌশল নেওয়া যায়, তা নিয়ে আলোচনা করতেই এই বৈঠক মনে করা হচ্ছে। বৈঠকে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর৷ থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। বাংলা জয়ের লক্ষ্যে কোন কোন তারকা প্রচারককে কাজে লাগানো হবে, তার তালিকাও তৈরি করা হতে পারে ওই বৈঠকে৷ পাশাপাশি, তৈরি করা হতে পারে বাকি হেভিওয়েট বিজেপি নেতাদের রাজ্য সফরের সূচিও৷
২) আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ফাইজারের কোভিড ভ্যাকসিনের ডোজ নিলেন প্রকাশ্যেই। টিভিতে তার লাইভ সম্প্রচারও হল। মার্কিনিরা যাতে নিজেদের গিনিপিগ না মনে করেন সে কারণেই ৭৮ বছর বয়সি বাইডেন ঘোষণা করেছিলেন তিনি সর্বসমক্ষে টিকা নেবেন। সেই মতোই কথা রাখলেন তিনি টিকা নিয়ে। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ডিসেম্বরের মধ্যেই আমেরিকায় প্রায় ২ কোটি মানুষকে টিকার ডোজ দেওয়া হবে। সবচেয়ে আগে বয়স্ক ও কো-মর্বিডিটির রোগীদের টিকা দেওয়া হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড টিকা বিতরণের দায়িত্বে রয়েছে সে দেশের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (এনআইএআইডি)।
৩) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন আশ্বাস দিয়েছেন ব্রিটেনে ছড়িয়ে পড়া নতুন চরিত্রের করোনা ভাইরাস নিয়ে ভারতীয়দের ভয় পাওয়ার কারণ নেই। ভারতের নিরিখে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দাবি, তারা নতুন স্ট্রেন মোকাবিলায় প্রস্তুত। বিশেষজ্ঞদের মতে, ভাইরাসটির সংক্রমণের ক্ষমতা অন্য প্রকারগুলির থেকে ৭০ শতাংশ বেশি ৷ তবে এর মারণ-ক্ষমতা বৃদ্ধির কোনও প্রমাণ নেই ৷ করোনার নতুন স্ট্রেন নিয়ে অযথা তাই আতঙ্কের কিছু নেই। উল্লেখ্য, ব্রিটেনে ফের কঠোর লকডাউন শুরু হয়েছে নতুন স্ট্রেনের ভাইরাসের খোঁজ মেলায়। ইতালিতেও দু’জনের দেহে মিলেছে করোনাভাইরাসের নতুন স্ট্রেন। সোমবার থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ হয়েছে ভারতের সঙ্গে ব্রিটেনের আকাশপথে যোগাযোগ। কলকাতায় লন্ডন-ফেরত বিমানের দুই যাত্রী করোনা পজিটিভ, জানা গিয়েছে রবিবারই। লন্ডনের দ্রুত ছড়াতে থাকা করোনার নয়া প্রকারের কথা মাথায় রেখে ওই দুই যাত্রীকে পৃথক ভাবে রেখে চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর।