
আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত দশম এবং দ্বাদশের কোনও বোর্ড পরীক্ষা নেওয়া হবে না ৷ শিক্ষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মঙ্গলবার একথা জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। নিয়মিত সূচি মেনে ২০২১ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সিবিএসই বোর্ড পরীক্ষা (CBSE Board Exam 2021) আয়োজিত হবে না।
কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে পাঠ্যসূচি সম্পূর্ণ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। তিনি জানিয়েছেন, ফেব্রুয়ারির পর করোনা সংক্রমণের পরিস্থিতি দেখে কবে পরীক্ষা হতে পারে সেই সিদ্ধান্ত নেওয়া হবে ৷ করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এরাজ্যেও এখনও পরীক্ষার তারিখ নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি সরকার ৷ শুধু তাই নয়, অনলাইন মাধ্যমেও বোর্ড পরীক্ষা নেওয়া সম্ভব নয় কারণ প্রত্যন্ত গ্রামাঞ্চলের বাসিন্দা বহু পড়ুয়া এখনও পর্যন্ত ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হওয়ায় ডিজিটাল প্ল্যাটফর্মে স্বচ্ছন্দ হতে পারেনি। পরিবর্তিত পরীক্ষাসূচি নিয়ে আলোচনা চলেছে এবং কিছুদিনের মধ্যে চূড়ান্ত নির্ঘণ্ট প্রকাশ করা হবে বলে জানান মন্ত্রী।