
কলকাতার ফুসফুস অসুস্থ হয়ে পড়ার আগেই প্রয়োজন সচেতনতার। সবুজ বাঁচাতে না পারলে শহরের ফুসফুসকে দূষণ থেকে রক্ষা করা কার্যত মুশকিল। স্বতঃপ্রণোদিত হয়ে বা সুয়ো মোটো মামলা দায়ের করেছে কলকাতা হাইকোর্ট। যে ভাবে শহিদ মিনার, গড়ের-মাঠ সহ গোটা ময়দান এলাকায় দখলদারি হচ্ছে, বেআইনি পার্কিং হচ্ছে, আবর্জনা ফেলা হচ্ছে, তাতে আগামী দিনে কলকাতা শহরে দূষণের মাত্রা আরও বাড়বে বলে মন্তব্য করেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। সুয়ো মোটো মামলার পরিপ্রেক্ষিতে গঠিত কমিটিতে রয়েছেন দুজন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ও অতিরিক্ত সলিসিটর জেনারেল। সেনাবাহিনী এবং পূর্ত দফতর যৌথভাবে কাজ করতে বলা হয়েছে। আগামী ১৪ জানুয়ারি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।