
আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। মঙ্গলবার এই বিষয়ে ছাড়পত্র দিয়েছে সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রিসভা কমিটি (CCPA)। এ দিন কমিটির তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, ২৯ জানুয়ারি থেকে ৮ এপ্রিলের মধ্যে দুই অর্ধ্বে সংসদের বাজেট অধিবেশন আয়োজিত হবে। করোনার কোপে এ বার নির্ধারিত সময়ের ৮ দিন আগেই মুলতুবি হয়েছে বাদল অধিবেশন।
২৯ জানুয়ারি, শুক্রবার বাজেট অধিবেশনের প্রথম দিন সংসদের দুই কক্ষের উপস্থিতিতে উদ্বোধনী ভাষণ দেবেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। ১ ফেব্রুয়ারি সংসদে পেশ করা হতে পারে কেন্দ্রীয় বাজেট। সাধারণ বাজেট পেশ করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বাজেট অধিবেশন চলাকালীন সমস্ত কোভিড সংক্রান্ত শর্তাবলী মানা হবে। জানা গেছে, ২৯ জানুয়ারি থেকে শুরু হয়ে বাজেট অধিবেশনের প্রথম পর্ব শেষ হবে ১৫ ফেব্রুয়ারি। আবার ৮ মার্চ শুরু হয়ে ৮ এপ্রিল শেষ হবে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। কোভিড প্রেক্ষাপটে এবারের বাজেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে ‘অগ্নিপরীক্ষা’ বলে মত বিশেষজ্ঞদের। রুগ্ণ অর্থনীতি, রাজকোষ ঘাটতি তথা সাধারণ মানুষের প্রবল চাহিদার সঙ্গে মিশেছে কৃষক বিক্ষোভ। সব মিলিয়ে যথেষ্টই চাপে রয়েছে সরকার।
কাজেই নতুন বছরের বাজেটের দিকে তাকিয়ে থাকবে সব মহল তা হলফ করে বলা যায়।