
নয়া শিক্ষা নীতি রূপায়ণে নতুন বছরে বিশেষ তৎপর হয়ে উঠল মোদী সরকার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক বুধবার নয়া শিক্ষা নীতি রূপায়নে নতুন টাস্ক ফোর্স গঠনের কথা বলেছেন। প্রস্তাবিত টাস্ক ফোর্স মূলত সমন্বয়কের ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন তিনি।
এই সম্পর্কে শিক্ষা মন্ত্রকের তরফে এক সরকারি প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘বৈঠকে রমেশ পোখরিয়াল একটি টাস্ক ফোর্স গঠনের কথা বলেছেন। এই টাস্ক ফোর্স শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষা ও উচ্চ শিক্ষা দফতরের মধ্যে নয়া শিক্ষা নীতি রূপায়ণে সমন্বয় করবে। নয়া শিক্ষা নীতির সফল রূপায়ণে ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম (NETF) এবং ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (NRF) প্রতিষ্ঠার উপরেও জোর দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।’ ২০২১-২২ সালের মধ্যেই এই দুটি প্রতিষ্ঠান গড়ে তোলার ওপরে জোর দেওয়া হয়। এদিন এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জাতীয় শিক্ষানীতি রূপায়ন নিয়ে। টাস্ক ফোর্স ছাড়াও আরও দুটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি ওই বৈঠকে। বর্তমান পরিস্থিতিতে আমাদের প্যাকেজ কালচার থেকে পেটেন্ট কালচারে মনোনিবেশ করা এবং উচ্চশিক্ষা ক্ষেত্রে নয়া শিক্ষা নীতির ফলে যাতে পড়ুয়াদের কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।
এদিকে নয়া শিক্ষা নীতি ঘিরে একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছে। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির বিষয়, এম ফিল তুলে দেওয়া-সহ একগুচ্ছ অভিযোগ উঠেছে এই নীতির বিরুদ্ধে। তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের তরফে ইতিমধ্যে আপত্তির কথা জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারকে।