top of page

আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় আশিস পান্ডেকে গ্রেফতার করল সিবিআই




কলকাতা, ৩ অক্টোবর, ২০২৪: আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় আরও এক জনকে গ্রেফতার করল সিবিআই। গ্রেফতার হলেন আশিস পান্ডে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত চিকিৎসক আশিস পাণ্ডে। সিবিআই সূত্রে খবর, ধৃত আশিস তৃণমূলের ছাত্রনেতা। তৃণমূল নেতাকে আগেই জিজ্ঞাসাবাদের জন‍্য ডেকে পাঠিয়েছিল সিবিআই। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ‍্যে ৫ জনকে গ্রেফতার করল সিবিআই।

২৫ সেপ্টেম্বর ‘হুমকি সংস্কৃতি’তে অভিযুক্তদের আরজি কর হাসপাতালে ডেকে পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন আশিসও। তাঁর বিরুদ্ধে সরকারি হাসপাতালে ‘হুমকি সংস্কৃতি’তে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আশিস পান্ডে আরজি কর হাসপাতালের থ্রেট সিন্ডিকেটের অন্যতম মাথা ছিলেন বলেই অভিযোগ। তিনি প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। জানা গিয়েছে তিনদিন আগে তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে তার বিরুদ্ধে ‘থ্রেট কালচারের’ সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের রিপোর্ট জমা পড়ে। চিকিৎসক অভীক দে-এরও ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন তিনি। ৯ অগাস্ট বিধাননগর এলাকার একটি হোটেলে এসে উঠেছিলেন আশিস পান্ডে।

তদন্তকারীদের একটা অংশ মনে করেন, আরজি করের ঘটনায় জড়িত থাকতে পারেন তিনি। এমনকী যখন দেহ উদ্ধার করা হয়েছিল তখনও সেমিনার রুমের কাছেই ছিলেন আশিস। আশিস ঘটনার দিন সল্টলেকের যে গেস্ট হাউসে উঠেছিলেন বলে খবর, সেখানকার কর্মীকেও নথি-সহ ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআইয়ের আধিকারিকেরা।

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

bottom of page