top of page

জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ১৭৫তম প্রতিষ্ঠা দিবস পালিত হল কলকাতায়




কলকাতা, ৪ মার্চ, ২০২৫: মঙ্গলবার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ১৭৫তম প্রতিষ্ঠা দিবস পালিত হল কলকাতায়৷ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের কয়লা ও খনি মন্ত্রী জি. কিশান রেড্ডি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পি.এম. প্রসাদ (CMD, কয়ল ইন্ডিয়া লিমিটেড), ঘনশ্যাম শর্মা (CMD, হিন্দুস্তান কপার লিমিটেড), অতিরিক্ত উপ-কম্পট্রোলার ও মহা-নিরীক্ষক (খনিজ) যশোধরা রায় চৌধুরী, ভারতীয় মিউজিয়ামের পরিচালক এ.ডি. চৌধুরী, GSI-র মহাপরিচালক অসিত সাহা, ADG ও HoD ডঃ জয়দীপ গুহ, ADG (PSS) ডঃ জয়েশ বাগচী সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক ও অবসরপ্রাপ্ত GSI কর্মচারীরা।

পরিবেশ সংরক্ষণের প্রতিশ্রুতি হিসেবে বৃক্ষরোপণের মাধ্যমে মাননীয় মন্ত্রী অনুষ্ঠানের সূচনা করেন। এরপর তিনি ১৭৫তম প্রতিষ্ঠা বর্ষ উপলক্ষে একটি স্মারক ফলক উন্মোচন করেন। ম্যাপ গ্যালারি, বিভিন্ন প্রদর্শনী ও স্টলও পরিদর্শন করেন মন্ত্রী, যেখানে GSI-র অসামান্য সাফল্য তুলে ধরা হয়। এছাড়া কয়ল ইন্ডিয়া লিমিটেড, হিন্দুস্তান কপার লিমিটেড, Esri India, Datacode, IIT-ISM, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্টলগুলিও তিনি ঘুরে দেখেন। GSI-র খনিজ সম্পদের অনুসন্ধান ও মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন তিনি এবং বলেন যে, GSI-র উদ্যোগগুলি ভারতের আত্মনির্ভর খনিজ নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং ‘বিকশিত ভারত ২০৪৭’ (Viksit Bharat 2047)-এর লক্ষ্যে সহায়ক হবে।

১৭৫তম প্রতিষ্ঠা দিবস শুধুমাত্র GSI-র ভূতাত্ত্বিক গবেষণা ও খনিজ অনুসন্ধানে অবদানের কথাই তুলে ধরেনি, বরং ডিজিটাল রূপান্তর ও কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে ভবিষ্যতের ভূবিজ্ঞান গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করেছে।

এই সংস্থা আন্তর্জাতিক স্তরেও কাজ শুরু করেছে। ভূ-বৈজ্ঞানিক গবেষণা, খনিজ অনুসন্ধান-সহ প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা এবং তার প্রতিকার বিষয়ে নানা গবেষণা শুরু করেছে ৷ রাজ্যের বিভিন্ন জেলাগুলিতেও বিভিন্ন খনিজের সন্ধানে এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা কারণ জানতে কাজ চলছে ৷ মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বিভিন্ন খনিজের সন্ধানে কাজ চলছে ৷ পানীয় জলে আর্সেনিকের সন্ধান এবং তার কারণ ও প্রতিকার বিষয়েও নদিয়ার বিভিন্ন এলাকায় কাজ হচ্ছে ৷ মেদিনীপুরে সোনা এবং অন্যান্য খনিজ পাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ নদিয়া ও মুর্শিদাবাদের নদী ভাঙন এবং আর্সেনিক পাওয়ার কারণ কী, সে বিষয়ে জানতে গবেষণা চলছে ৷ সম্প্রতি খনি মন্ত্রক 'ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন' চালু করেছে ৷ এর সঙ্গে জিএসআই নানান খনিজ অনুসন্ধানের উপর জোরদার জোর দিয়েছে ৷ ২০২৪- ২৫ এবং ২০২০- ৩১ অর্থবর্ষের মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ অনুসন্ধানের জন্য ১ হাজার ২০০কোটি প্রকল্পের পরিকল্পনা নিয়েছে জিএসআই ৷

Commentaires

Noté 0 étoile sur 5.
Pas encore de note

Ajouter une note

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page