top of page
Writer's pictureThe Conveyor

ডেঙ্গি বাড়ছে, চিন্তায় নবান্ন, আজ জরুরি বৈঠক


কলকাতা, ১১ অক্টোবর: রাজ্যে ডেঙ্গির সংক্রমণ বেড়ে দাঁড়াল ৫৩৬২৬। পুজোর মুখে এই সংখ্যা যথেষ্ট চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে। এই পরিস্থিতিতে বিকেল ৪টে থেকে আজ নবান্নে বসতে চলেছে উচ্চ পর্যায়ের বৈঠক।

বিশেষ করে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনা, কলকাতা ও মুর্শিদাবাদ জেলা। উত্তর ২৪ পরগনায় সংক্রমনের সংখ্যা প্রায় ১২ হাজারের কাছাকাছি। যেখানে কলকাতার সংক্রমণ ৭ হাজার ছাড়িয়েছে। মুর্শিদাবাদ জেলায় সংক্রমণ ৬ হাজার ছাড়িয়েছে। নদিয়া ও হুগলিতে সংক্রমণ ৪০০০ এরও বেশি।

বিকেল চারটে থেকে সব জেলার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, সব হাসপাতালের সুপারদের নিয়ে জরুরী ভিত্তিতে বৈঠক ডেকেছেন মুখ্য সচিব। বিশেষ করে কলকাতা ও মুর্শিদাবাদ জেলায় গত সপ্তাহে তুলনামূলকভাবে ডেঙ্গি সংক্রমণ বেড়ে যাওয়ায় ফের তৎপরতা শুরু করেছে নবান্ন। নবান্ন সূত্রে খবর, এদিনের বৈঠক থেকে পুজোর মুখে ডেঙ্গি সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য এদিনের বৈঠকে রাজ্যের তরফে আরও এক দফা অ্যাডভাইজারি জারি করা হতে পারে।

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

bottom of page